আইএমএফের উদ্বেগ: রাজস্ব আদায় ও ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত প্রতিনিধিদল রাজস্ব আদায় ও খারাপ ঋণের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিনিধিদের মতে, রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।

আজ রবিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছে আইএমএফ দল। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও।

অর্থ উপদেষ্টা জানান, জুন মাসে ঋণের দুই কিস্তি ছাড়ের লক্ষ্যে আইএমএফ দল বাংলাদেশের অর্থনীতির সার্বিক অবস্থা পর্যালোচনা করবে। মে ও জুন মাসে এই মূল্যায়নের ভিত্তিতেই ঋণ ছাড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “আইএমএফ কর-জিডিপি অনুপাত কীভাবে বাড়ানো যায় তা জানতে চেয়েছে। কর আদায় পদ্ধতি এবং করনীতি নিয়ে তাদের আগ্রহ রয়েছে। সেইসঙ্গে কর প্রশাসনের কাঠামোগত সংস্কার, যেমন করনীতি ও কর আদায়ের বিভাগ আলাদা করার বিষয়েও আলোচনা হয়েছে। বাজেট ঘাটতি মোকাবিলার পথ নিয়েও তারা জানতে চেয়েছে।”

তিনি আরও বলেন, “আইএমএফ জানিয়েছে, দেশে করজালের আওতা এখনও খুব সীমিত। অনেক করদাতা শূন্য রিটার্ন দিচ্ছে। তারা একটি একক ভ্যাট হার দেখতে চাইলেও আমাদের পক্ষে তা এখনই সম্ভব নয়।”

বৈঠকে ব্যাংক খাত ও ঋণখেলাপির বিষয়েও আলোচনা হয়। অর্থ উপদেষ্টা বলেন, “আইএমএফ খারাপ ঋণ কমানো, সংশ্লিষ্ট আইন সংস্কার এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছে।”

তিনি জানান, এবারের মিশনে রাজস্ব আদায়, কর-জিডিপি অনুপাত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বাজেট ঘাটতি—এসব বিষয় পর্যালোচনার আওতায় আসবে। বাংলাদেশের সংস্কারমুখী মনোভাব আইএমএফকে ইতিবাচক বার্তা দিয়েছে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।