ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার আরও একটি মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। শামীমা নাসরিন হচ্ছেন রাসেলের স্ত্রী।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মো. মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালত রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম।
আইনজীবী জানান, চলতি বছরের জানুয়ারিতে প্রতারণার অভিযোগে রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন মুজাহিদ হাসান নামের এক ভুক্তভোগী।
মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইভ্যালির লোভনীয় অফারের প্রলোভনে পড়ে দুটি মোটরসাইকেল কিনতে অগ্রিম টাকা পরিশোধ করেন মুজাহিদ হাসান। তবে পরবর্তীতে ইভ্যালি মোটরসাইকেল সরবরাহ করেনি। বিকল্প হিসেবে দেওয়া দুটি চেকও ব্যাংকে জমা দিলে প্রত্যাখ্যাত হয়। এরপর তিনি ইভ্যালির কাছে আইনি নোটিশ পাঠালেও পাওনা পরিশোধ করা হয়নি। শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন।
এর আগে ২০২৪ সালের ২৯ জানুয়ারি প্রতারণা সংক্রান্ত আরও একটি মামলায় রাসেল ও শামীমাকে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করে আদালত।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা জামিনে মুক্তি পান।
Leave a Reply